নয়াদিল্লি: বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নয়া ভ্য়ারিয়েন্টের হদিশ মিলেছে। এর ফলে বিশ্বজুড়েই ত্রাসের সঞ্চার ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন জানিয়েছে, নয়া ভ্যারিয়েন্ট হল B.1.1.529 এবং এর নাম দেওয়া হয়েছে ওমিক্রোন (Omicron)। এই নয়া ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক তালিকাতেই রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন। এই ভ্যারিয়েন্ট বিপজ্জনক বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের শুরুতে প্রথমবার এই ভ্যারিয়েন্টের খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকায়। এরপর বৎসোয়ানা, হংকং ও ইসরায়েলের মতো দেশেও এই ভ্যারিয়েন্টের হদিশ মেলে।  


কতটা বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট


বিশ্ব স্বাস্থ্য সংগঠনও মেনে নিয়েছে যে, নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রোন মানুষের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে। উদ্বেগ ব্যক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) বলেছে, নয়া ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। এটি বিপজ্জনক এবং দুটি টিকার ডোজ নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন, এমন মানুষেরও হদিশ মিলেছে। শুধু তাই নয়, ইসরায়েলে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত এক ব্যক্তি করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। সেইসঙ্গে বুস্টার ডোজও নিয়েছিলেন। ডেল্টা সহ অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় নয়া ভ্যারিয়েন্ট কতটা দ্রুত ছড়াতে পারে, তা নিয়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখছেন। 


করোনার এই নয়া ভ্যারিয়েন্ট Omicron কী?


যে তথ্য সামনে এসেছে, তার থেকে বলা যায়, ওমিক্রোনে বেশ কয়েকটি স্পাইক প্রোটিন মিউটেশন রয়েছে এবং তা খুবই সংক্রামক। ওমিক্রোন একটি গ্রিক শব্দ। কোভিড ১৯ অতিমারি ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট সামনে এসেছে।  এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকায় জিনোমিক্সের নজরজারির জন্য গঠিত কমিটি সম্প্রতি এই খোঁজ পেয়েছে এবং এর নাম রাখা হয় B.1.1.529। এরপর বিশ্ব স্বাস্থ্য সংগঠন এর নাম রাখে ওমিক্রোন।


ডেল্টার থেকেও বিপজ্জনক ওমিক্রোন?


করোনার এই ভ্যারিয়ন্টের খবর সামনে আসার পর মানুষ উদ্বিগ্ন। এ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন মনে দেখা দিয়েছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা মনে করছেন যে, নয়া এই ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্রুত কাবু করে ফেলতে পারে। এটি এখনও পর্যন্ত যতগুলি ভ্যারিয়েন্ট মিলেছে, সেগুলির মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।


দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়েছে বলে খবর। চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ বিষয়ে নজর রেখে চলেছেন এবং এ বিষয়ে বিভিন্ন গবেষণা চালাচ্ছেন। বুস্টার ডোজ আবশ্যিক বলেও বলা হচ্ছে। চিকিৎসকরা মনে করেন, বুস্টার ডোজে টিকার প্রভাব অনেকটাই বেড়ে যায়। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।