সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অরিত্রিক ভট্টাচার্য: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation Election) তৃণমূলের প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন একাধিক হেভিওয়েট নেতার আত্মীয়। এর মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ থেকে শশী পাঁজা (Shashi Panja), চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhattacharya) সন্তান। শান্তনু সেন (Shantanu Sen) প্রার্থীতালিকা থেকে বাদ গেলেও, তাঁর স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)।


কলকাতা পুরভোটে Kolkata Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় চমক। টিকিট পেলেন হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদের আত্মীয়রা। কারও ভ্রাতৃবধূ, কারও বোন, কারও ছেলে, কারও বা স্ত্রী। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কলকাতার বিদায়ী মেয়র পারিষদ তারক সিংহ, তাঁর ছেলে অমিত সিংহ এবং মেয়ে কৃষ্ণা সিংহ- তিনজনকেই ফের প্রার্থী করা হয়েছে।


তৃণমূলের প্রার্থী হচ্ছেন মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু এবং তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। তৃণমূলের প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন বিদায়ী কাউন্সিলর এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তবে তাঁর স্ত্রী কাকলি সেনকে তৃণমূল প্রার্থী করেছে। উল্লেখ্য, কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রথমে বাম, তারপর তৃণমূল প্রার্থীতালিকা প্রকাশ করল। এবার কংগ্রেস ও বিজেপি কবে প্রার্থীতালিকা ঘোষণা করে, সেদিকেই নজর সকলের।


গতকাল কালীঘাটে বৈঠকের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত। প্রার্থীতালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা ও সংখ্যালঘুদের। গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ৩৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের প্রার্থীতালিকায় ৪৫% মহিলা।’


আরও পড়ুন: North 24 Pargana News: তৃণমূল নেতার স্ত্রীর অ্যাকাউন্টে ১৩৪ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! প্রযুক্তিগত ভুল, সাফাই প্রশাসনের