নয়াদিল্লি:করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য বাধ্যতামূলক নয় আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) জানিয়েছে, আধার কার্ড না থাকার জন্য কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। 
ইউএডিএআই সাফ জানিয়েছে, আধার কার্ড না থাকলে তা অজুহাত করে কাউকে কোনও প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। 
দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ তীব্র উদ্বেগের সঞ্চার করেছে। এরই প্রেক্ষাপটে ইউআইডিএআই-এর এই বিবৃতি অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ। ইউআইডিএআই-এর বিবৃতিতে বলা হয়েছে, আধারের ক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম (ইএইচএম) রয়েছে এবং ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র না থাকলে প্রয়োজনীয় পরিষেবা ও সুবিধার সুবিধা দেওয়ার ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে। 
কোনও অধিবাসীর আধার কোনও কারণে না থাকলে আধার আইন অনুযায়ী, তাকে জরুরি পরিষেবা দিতে অস্বীকার করা যাবে না। উল্লেখ্য, আধার না থাকায় হাসপাতালে ভর্তির মতো অত্যাবশ্যক পরিষেবা দিতে  অস্বীকার করা হয়েছে, এমন খবরও উঠে এসেছে। এরই প্রেক্ষাপটে ইউআইডিএআই জানিয়েছে, আধার না থাকার কারণে কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। 


ইউআইডিএআই-এর বিবৃতিতে বলা হয়েছে, কারুর আধার না থাকলে বা যদি কোনও কারণে আধার অনলাইন ভেরিফিকেশন সম্ভব না হয়, সংশ্লিষ্ট সংস্থার বা বিভাগকে ২০১৬-র আধার আইনে উল্লেখিত নিয়ম অনুযায়ী পরিষেবা দিতে হবে। 


কোনও ক্ষেত্রে পরিষেবা ও সুবিধা থেকে বঞ্চিত করা হলে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছ আধার প্রদানকারী সংস্থা। 
সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ্বতা ও দায়বদ্ধতা সুনিশ্চিত করা আধারের লক্ষ্য। ২০১৭-র ২৪ অক্টোবর জারি সার্কুলারে ব্যতিক্রমী ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, তার উল্লেখ রয়েছে। 


উল্লেখ্য, ভারতে করোনার দাপট চলছে। এই পরিস্থিতিতে আধার কার্ডের অভাবে কেউ যাতে চিকিৎসা বা টিকার ক্ষেত্রে কোনও কারণে বঞ্চনার শিকার না হয়, তা নিশ্চিত করতে আধার কর্তৃপক্ষ এই বিবৃতি দিল।