ট্যুইটে তিনি লিখেছেন, ‘ওদের জন্য হাততালি দিয়ে কিছু হবে না। বরং ওঁদের চাই নগদ অর্থসাহায্য, কর ছাড় বা বারবার দেওয়ার ব্যবস্থা, ঋণ পরিশোধের মতো বড় ধরনের আর্থিক প্যাকেজ।’ সরকারের এখনই কিছু পদক্ষেপ করা উচিত বলেও ট্যুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছিলেন, ‘গত ২ মাস ধরে রাতদিন হাসপাতালে, বিমানবন্দরে লাখ লাখ মানুষ রাতদিন এক করে পরিশ্রম করছেন নিজেদের প্রাণের পরোয়া না করে অন্য়দের সেবায়। ওঁদের এই ভূমিকাকে স্বীকৃতি দিন সবাই।’ বিকাল ৫টায় সাইরেন বাজিয়ে হাততালি, থালা বাজানোর সূচনা করতে স্থানীয় প্রশাসনকেও প্রচার করতেও আবেদন করেন তিনি।