চেন্নাই: করোনাভাইরাসের দাপট অব্যাহত। এই অবস্থায় এই অতি সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন অভিনেতা তথা মাক্কাল নিধি মাইকম  (এমএনএম) দলের নেতা কমল হাসন।  বুধবার ট্যুইট করে তিনি প্রয়োজনে এবং সরকার অনুমতি দিলে তাঁর পুরানো বাড়িতে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। তাঁর ট্যুইট, এই গুরুতর পরিস্থিতিতে আমার পুরানো বাড়িটিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করতে চাই। সরকার অনুমতি দিলে  এমএনএম-এর চিকিত্সকরা রোগীদের চিকিত্সার জন্য প্রস্তুত। এই সংকটের সময়ে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। এজন্য মানুষকে সাহায্য করতে আমার পুরানো বাড়িটিকে অস্থায়ীভাবে ব্যবহার করার প্রস্তাব দিচ্ছি।


কমল হাসনের এই উদ্যোগকে ট্যুইটারেটিদের অনেকেই স্বাগত জানিয়েছেন।

কমল হাসনের পাশাপাশি দক্ষিণী তারকা পবন কল্যাণও বড় অঙ্কের অর্থ ত্রাণ তহবিলে দান করেছেন। এ কথা জানিয়ে পবন কল্যাণ বলেছেন, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেব।

এছাড়াও পবন কল্যাণ অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার ত্রাণ তহবিলেও ৫০ লক্ষ করে টাকা জান করেছেন।

এছাড়াও রজণীকান্ত, সূর্য, ধনুষের মতো দক্ষিণী তারকারাও এই পরিস্থিতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।