নয়াদিল্লি: ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা ওপেনিং জুটি বলা হয় তাঁদের। রেকর্ডও সেই কথাই বলে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে করোনা অতিমারী প্রতিরোধে নতুন করে স্টান্স নেবেন সচিন-সৌরভ।

প্রতিপক্ষ শক্তিশালী। তাকে চোখেও দেখা যায় না। তবু অসম এই যুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সচিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন দেশের ৪০ জন শীর্ষস্থানীয় ক্রীড়াবিদের সঙ্গে। তাঁদের মধ্যে ছিলেন বিরাট কোহলি, সচিন, সৌরভ, মেরি কমের মতো বিশিষ্টরা। সকলের সঙ্গে মোদি দেশের বর্তমান লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলেন। তাৎপর্যপূর্ণ হচ্ছে, ভিডিও কনফারেন্সে সচিনের ডাক আসে চার নম্বরে। প্রধানমন্ত্রীকে মাস্টার ব্লাস্টার বলেন যে, টেস্টে তিনি ভারতের হয়ে চার নম্বরেই ব্যাট করতেন। তাই চার নম্বর পজিশনটা তাঁর কাছে মহার্ঘ। এবং তিনি চান এখানেও দারুণ কিছু কাজ করে করোনা ভাইরাসের রক্তচক্ষু হারিয়ে দিতে।

জানা গিয়েছে, সৌরভ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে বলেন যে, সরকার এখনও পর্যন্ত যেরকম পদক্ষেপ করেছে তাতে তিনি খুশি। তবে দোকানে-বাজারে ভিড় কমাতে হবে। এ ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ করার আহ্বানও করেন তিনি। জানা গিয়েছে, মোদি তাঁকে এই ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সৌরভ যেভাবে করোনা পরিস্থিতিতে দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারও প্রশংসা করেন মোদি।

এই প্রথম প্রধানমন্ত্রী মোদি ক্রীড়াবিদদের সঙ্গে কথা বললেন। ২১ দিনের এই লকডাউন ২৪ মার্চ থেকে শুরু হয়েছিল। তার পর থেকে ক্রীড়াবিদরা বার বার জনসচেতনতা বাড়াতে এবং কেন্দ্রের নির্দেশিকা মেনে চলার আর্জি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন।

শুক্রবার ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন পিটি ঊষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশ্বনাথন আনন্দ, হিমা দাস, বজরঙ্গ পুনিয়া, পিভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ ও চেতেশ্বর পূজারা। হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুও। সকলকেই প্রধানমন্ত্রী সঠিক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সরকার ও মানুষের পাশে থাকার আবেদন জানিয়েছেন সমস্ত তারকার কাছে।