নয়াদিল্লি: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোজই নতুন করে করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড সৃষ্টি করছে ভারত। এরই মধ্যে কিছুটা আশার আলো দেখাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া এই খবর।
মন্ত্রক সূত্রে খবর, দেশে করোনা মুক্ত হওয়ার হারও বেড়েছে অনেকটাই। বর্তমানে এই হার ৫১ শতাংশ। এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন।
পরিসংখ্যান বলছে, দেশে করোনায় মৃত বেড়ে ৯ হাজার ৫২০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। একদিনে আক্রান্ত ১১ হাজার ৫০২। গোটা দেশে আক্রান্ত বেড়ে ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪। মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে ৯ নম্বরে ভারত। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত রয়েছে ৪ নম্বরে।
তবে আশার কথা, সংক্রমণ ও মৃত্যু সত্ত্বেও করোনা জয়ীদের সংখ্যার নিরিখে বিশ্ব ক্রম তালিকায় ভারতের স্থান ৬ নম্বরে।
দেশে সুস্থ হয়ে ওঠার হার সবচেয়ে বেড়ে ৫১ শতাংশ, আশার আলো দেখছেন ডাক্তাররা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2020 01:22 PM (IST)
মন্ত্রক সূত্রে খবর, দেশে করোনা মুক্ত হওয়ার হারও বেড়েছে অনেকটাই। বর্তমানে এই হার ৫১ শতাংশ। এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -