মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনিকে অবিশ্বাস্যভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিংহ রাজপুত তাঁর এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে। ধোনি তাঁকে পরিচিত দেয় ভারতের ঘরে ঘরে। বড় পর্দায় প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে ফোটাতে তাঁকে সাহায্য করেছিলেন প্রাক্তন উইকেট কিপার কিরণ মোরে। তিনি করেছেন সুশান্তের স্মৃতিচারণ।
মোরে বলেছেন, সুশান্তের মৃত্যুর খবরে তিনি হতবাক। তরুণ এই অভিনেতা অত্যন্ত পরিশ্রমী ছিলেন। বহু অভিনেতার সঙ্গে তাঁর আলাপচারিতা হয়েছে কিন্তু সুশান্তের মধ্যে ছবির জন্য সবটুকু উজাড় করে দেওয়ার যে প্রতিজ্ঞা ছিল, তা তাঁকে অবাক করেছিল। ৯ মাস তাঁরা ট্রেনিং করেছিলেন, প্রতিদিন শিশুর মত শিখতেন তিনি, নিজের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করতেন। অত্যন্ত শিক্ষিত ছিলেন সুশান্ত, কথাবার্তায় দারুণ গভীরতা ছিল। পরিষ্কার চিন্তা করে রেখেছিলেন, কীভাবে চরিত্রটি নিয়ে এগোবেন। তিনি তাঁর সঙ্গে অন্য যে কোনও ছাত্রের মতই আচরণ করেছিলেন বলে মোরে জানিয়েছেন। বলেছেন, ভীষণ বাধ্য ছাত্র ছিলেন সুশান্ত। অভিনেতা হওয়া সহজ কথা নয়, বহু সুপার হিট ছবি দিয়েছেন তিনি, এ জন্য হাড়ভাঙা পরিশ্রম করেছেন। দুর্দান্ত অ্যাথলিট ছিলেন, দ্রুত শিখে নিতে পারতেন। এটাও বলা যায়, অসামান্য ক্রিকেটারও ছিলেন।
ধোনির ক্রিকেট দক্ষতা থেকে প্রথম বান্ধবীর মৃত্যুর যন্ত্রণা- সবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। মোরে আরও বলেছেন, ৯ মাস ধরে তাঁরা কাজ করেন, কখনও কখনও সুশান্ত ভুল করতেন, তিনি তাঁকে সাধারণ ছাত্রের মতই বোঝাতেন। সুশান্ত তাঁকে বয়োজ্যেষ্ঠের সম্মান দিতেন। মনে আছে, প্রথম দিকে স্পট বয় তাঁর ক্রিকেট কিট বয়ে আনত। দেখে তিনি বলেছিলেন, তোমার নিজের এটা নিয়ে আসা উচিত। সেদিন থেকে পরের ৯ মাস ক্রিকেট কিট নিজেই ঘুরতেন সঙ্গে নিয়ে। অত্যন্ত শিক্ষিত ছেলে, দারুণ ছাত্র, যা করতেন তাতেই নিজের চিন্তাভাবনা, গবেষণা ঢেলে দিতেন। মোরে জানিয়েছেন।
৯ মাস ধরে নিজে নিয়ে ঘুরতেন ক্রিকেট কিট, কখনও তারকাসুলভ দেমাক দেখাননি, সুশান্তের স্মৃতিচারণে কিরণ মোরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2020 10:28 AM (IST)
ধোনির ক্রিকেট দক্ষতা থেকে প্রথম বান্ধবীর মৃত্যুর যন্ত্রণা- সবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিংহ রাজপুত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -