মুম্বই: ছিছোরে-তে সুশান্ত সিংহ রাজপুতের ছেলে রাঘবের ভূমিকায় অভিনয় করেন মহম্মদ সামাদ। সুশান্তের মৃত্যুতে তিনি প্রার্থনা করলেন,স্বর্গে যেন তাঁর শ্রেষ্ঠ জায়গা হয়।

নীতেশ তিওয়ারি পরিচালিত ছিছোরে-য় সুশান্তের চরিত্রর নাম ছিল অনিরুদ্ধ পাঠক, স্ত্রী হয়েছিলেন শ্রদ্ধা কপূর, তাঁর নাম মায়া পাঠক। রাঘব লেখাপড়া নিয়ে চাপে থাকত, ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ না পাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন প্রাণপণে লড়াই করে তাকে জীবনে ফিরিয়ে আনেন সুশান্ত সিংহ রাজপুত ওরফে অনিরুদ্ধ পাঠক। আইসিইউ-তে থাকা ছেলের মধ্যে বাঁচার আগ্রহ জাগিয়ে তুলতে আইসিইউ-তে তিনি ডেকে আনেন তাঁর কলেজের বন্ধুদের। বলেন, কীভাবে প্রত্যাশা সামলেছেন তাঁরা। বাস্তবে সেই সুশান্তই জীবনের চাপ নিতে পারলেন না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সামাদ, প্রশ্ন করেছেন, একজন শিক্ষিত মানুষ কেমন করে এমনটা করতে পারে। আরও লিখেছেন, এটা বিশ্বাস করা মুশকিল। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও অনেক শেখা বাকি ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।  ভগবান আপনাকে স্বর্গে সর্বশ্রেষ্ঠ জায়গা দিন। আপনার আত্মার শান্তি হোক।


ছিছোরে-তে সুশান্তের বন্ধুর ভূমিকায় অভিনয় করেন বরুণ শর্মা। তাঁর চরিত্রের নাম ছিল সেক্সা। এই মৃত্যু মূক করে দিয়েছে তাঁকে।