লন্ডন: ভ্যাক্সিনের দেখা না মিললেও, যত দিন যাচ্ছে, করোনাভাইরাসের নতুন নতুন উপসর্গ সামনে আসছে। জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথার মতো মূল উপসর্গ ছাড়াও চিকিৎসকরা জানতে পেরেছেন, আরও অনেক অস্বস্তিকর আনুষঙ্গিক উপসর্গ এক কোগীর মধ্যে দেখা দিতে পারে। নতুন গবেষণা বলছে, নতুন দুটি উপসর্গ থাকলে এক জন ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারেন।
চিনের উহানে হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, মাথা ব্যথা ও মাথা ঘোরা-- অনেকক্ষেত্রে এই মারণ ভাইরাসের উপসর্গ। ২১৪ জন কোভিড পজিটিভ রোগীকে পরীক্ষা করে তথ্য সংগ্রহ করে এই গবেষণা চালানো হয়েছে। সেখানে ওই রোগীদের তাঁদের উপসর্গ সম্পর্কে প্রশ্ন করা হয়।
গবেষণায় জানা গিয়েছে, ৩৬ শতাংশ রোগী জানিয়েছেন, তাঁদের মধ্যে মাথা ব্যথা, পেশি ফোলা, মাথা ঘোরা ও স্নায়ু যন্ত্রণার মতো কিছু স্নায়বিক উপসর্গ ছিল। কিছু রোগীর তো প্রাথমিক উপসর্গের একটিও--যেমন জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট কোনও একটি উপসর্গও ছিল না। তাঁরা কেবল স্নায়বিক সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ে। আবার অনেকের মধ্যে প্রাথমিক ও আনুষঙ্গিক উপসর্গ -- দুই-ই ছিল।
এর পাশাপাশি, বহু কোভিড পজিটিভ রোগীর মধ্যে কিছু অস্বাভাবিক উপসর্গও দেখা গিয়েছে। যেমন- পা ফুলে যাওয়া, কুঁচকিতে ব্যথা ও ত্বকে অস্বস্তি। আবার কয়েকজন মানসিক ক্লান্তি ও সাময়িক চিন্তাশক্তি লোপ পাওয়ার মতো উপসর্গের কথাও জানিয়েছেন।
গবেষকদের মতে, ফলে এখন প্রাথমিক উপসর্গের পাশাপাশি আনুষাঙ্গিক উপসর্গের দিকেও নজর দিতে হবে চিকিৎসকদের। এক্ষেত্রে, যদি কেউ বুঝতে পারেন, তাঁর মধ্যে এই উপসর্গগুলির একটি রয়েছে, সর্বপ্রথম কর্তব্য় হবে, নিজেকে অন্তত সাতদিনের জন্য একাকিত্বে কাটানো।