নয়াদিল্লি: রাজধানীতে অক্সিজেনের অভাব দূর করতে নয়া উদ্যোগ নিল দিল্লি সরকার। এবার থেকে হোম আইসোলেশনে থাকা রোগীরা অনলাইনেই বুক করতে পারবেন অক্সিজেন সিলিন্ডার। কেবল কোভিডের প্রমাণপত্র দেখালেই মিলবে জীবনদায়ী অক্সিজেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে দিল্লি। কোভিড রোগীর গ্রাফ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। মেডিক্যাল অক্সিজেনের অভাবে একের পর এক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। সময়মতো অক্সিজেন না পেয়ে হাসপাতালেই মারা গিয়েছেন বেশ কয়েকজন করোনা আক্রান্ত ব্যক্তি। এই ভয়াবহ পরিস্থিতিতে অক্সিজেনের জন্য নাভিশ্বাস উঠছে দিল্লিবাসীর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার দিল্লিবাসীর জন্য নয়া উদ্যোগ নিল আপ সরকার। আজ থেকেই রাজধানীতে চালু হচ্ছে অনলাইন অক্সিজেন পরিষেবা। হোম আইসোলেশনে থাকা রোগীরা delhi.gov.in-এ ঢুকেই করতে পারবেন এই আবেদন। তবে ভুয়ো আবেদন রুখতে আগেই কড়া ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার।
অনলাইনে অক্সিজেন সম্পর্কিত নির্দেশিকায় বলা হয়েছে, সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, কোভিড পজিটিভ রিপোর্ট থাকলেই হোম আইসোলেশেনে থাকা ব্যক্তিদের দেওয়া হবে অক্সিজেন। ইতিমধ্যেই জেলাশাসকদের বিষয়টি তত্বাবধানের জন্য বলেছে কেজরিওয়াল সরকার। অবিলম্বে বিপুল পরিমাণ আবেদনকারীদের নথি যাচাইয়ের জন্য একটি দল গঠন করতে বলা হয়েছে তাঁদের। এই বিশেষ দলই প্রামাণ্য নথি দেখে ই-পাস ইস্যু করবে।
অক্সিজেন সিলিন্ডার ভরানোর জন্য কাউকে যাতে ডিসট্রিবিউটর বা রিফিলিং প্ল্যান্টে না যেতে হয়, সেদিকেও নজর দিয়েছে দিল্লি সরকার। বিষয়টি নজরদারির জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ডিলাররা যাতে রিফিলিং প্ল্যান্ট থেকে অক্সিজেন ভরিয়ে রাখেন তা দেখতে বলা হয়েছে।
রাজধানীর অক্সিজেনের অভাব দূর করতে ইতিমধ্যেই অক্সিজেন পুল গড়েছে দিল্লি সরকার। প্রতিটি জেলায় হোম আইসোলেশনে থাকা রোগী ও হাসাপাতালগুলির ইমারজেন্সি প্রয়োজনে এই পুল তৈরি হয়েছে। কাজে লাগানো হয়েছে দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশন (ডিটিসি)-কে। প্রতিটি জেলার ডিটিসি-র বাস ডিপোয় রাখা হচ্ছে ২০টি করে অক্সিজেনের সিলিন্ডার। প্রয়োজনে এই অক্সিজেন সিলিন্ডারগুলি স্থানীয় এলাকায় সরবরাহ করবে দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশন।