আইজল: মিজোরামে  করোনাভাইরাসের সংক্রনণ মোকাবিলায় গত  ১০ মে থেকে আইজল ও রাজ্যের অন্যান্য জেলার সদরগুলিতে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছিল। এই লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত। শুক্রবার জারি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, চলতি লকডাউন,যা ১৭ মে ভোর চারটেয় তুলে নেওয়ার কথা ছিল, তার মেয়াদ আগামী ২৪ মে ভোর চারটে পর্যন্ত বাড়ানো হল। 
নির্দেশিকায় বলা হয়েছে, কড়া ব্যবস্থা গ্রহণের পরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ জন্য সম্পূর্ণ লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফে রাশ টানতেই এই সিদ্ধান্ত। 
উল্লেখ্য, সারা দেশের মতো করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত উত্তর-পূর্বের এই রাজ্যে। শুক্রবারের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০১। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮,৩৭৭। শুক্রবার রাজ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৯০ জন। রাজ্যে সক্রিয় আক্রান্তর সংখ্যা ২,০৬০। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬,২৯৪।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের রাজধানী ও জেলা সদর ও শহরের বাসিন্দাদের বাড়িতেই থাকতে হবে। অনুমতি ছাড়া বাইরে বেরোনো যাবে না। ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান,পার্ক, পিকনিক স্পট, সিনেমা, জিম, কমিউনিটি হল, রেস্তোরাঁ, শপিং কমপ্লেক্স, দোকান বন্ধই থাকবে। কয়েকটি সরকারি অফিস ও অত্যাবশ্যক পণ্যের দোকান ছাড়া, শাকসব্জি, মাংসের দোকান বন্ধই থাকবে। টাস্ক ফোর্স শাকসব্জি সরবরাহের বন্দোবস্ত করবে। 


তবে কঠোর করোনাবিধি মেনে অর্থনৈতিক ও কৃষি সংক্রান্ত কার্যকলাপ চলবে।  জারি থাকবে নাইট কার্ফুও।  রাজ্যের রাজধানী ও জেলা শহরগুলির বাইরে সরকারি অফিস ও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি করোনাবিধি মেনে খোলা থাকবে। 
অত্যাবশ্যক পরিষেবাকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে থেকে যাঁরা আসবেন, করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ হলে তাঁদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে।  করোনা নেগেটিভ রিপোর্ট ৭২ ঘণ্টার আগের  হলে চলবে না।