আহমদাবাদ: রাজ্যে করোনা পরিস্থিতি বদলাতেই নাইট কার্ফুর সময় কমাল গুজরাত সরকার। শুক্রবার থেকে রাজ্যের ৩৬টি শহরে নাইট কার্ফু এক ঘণ্টা কম রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে দিনের বেলায় একই নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্যে।
বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ক্যাবিনেট বৈঠক করেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এরপরই নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নেন তিনি। নয়া নিয়ম অনুযায়ী, শুক্রবার রাত ৯টা থেকে চালু হবে কার্ফু। প্রতিদিন চলবে সকাল ৬টা পর্যন্ত। আগে যা রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকত।
এ প্রসঙ্গে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, ''গুজরাতে করোনা ভাইরাসের গ্রাফ কমেছে। রাজ্যে গত ৩০ এপ্রিল সর্বোচ্চ প্রায় ১৪,৬০০ করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছিল। এখন যা ৩২০০তে চলে এসেছে। সেই কারণে আমরা নাইট কার্ফু কিছুটা শিথিল করছি।'' বৃহস্পতিবারই এই বিষয়ে নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার।
বর্তমানে বরোদা, রাজকোট, আহমদাবাদ, সুরাতের মতো ৩৬টি শহরে জারি রয়েছে নাইট কার্ফু। এদিন গুজরাতের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে তিনি চিন্তিত। এই নিয়ে বিস্তারিত অ্যাকশন প্ল্যান খুব তাড়াতাড়ি ঘোষণা করবে রাজ্য সরকার।
মঙ্গলবার গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩২৫৫ জন। একদিনে কোভিডে মারা যান ৪৪ জন। সবমিলিয়ে এই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৬৬৫ জন।
দেশের করোনা পরিস্থিতি বলছে, একে একে করোনা গ্রাফ কমছে রাজ্যগুলিতে। কদিন আগেই কোভিড পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নেমে আসে মধ্যপ্রদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী, শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ এখন সেফ জোন। সেই কারণে আগামী ১ জুন থকে রাজ্যে আনলক পর্ব চালু করছেন শিবরাজ।
একই পরিস্থিতি দিল্লিরও। দিল্লির করোনা ট্যালি বলছে, বুধবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩০ জন। দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ।এই নিয়ে টানা চারদিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০-এর নীচে থাকল। গত ২ মাসে এই প্রথম পজিটিভিটি রেট এত কম হল।