নয়াদিল্লি: ভারতে মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ত্রাসের সঞ্চার করেছে।  ভ্যাকসিন সরবরাহে ঘাটতির বিষয়টিও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে  আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন দেশকে আট কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর এসেছে।কিন্তু ভারতকে বা অন্য দেশগুলিকে কত পরিমাণ ভ্যারসিন দেওয়া হবে, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।    যদিও বিদেশ মন্ত্রকে জানিয়েছে, সরকার এ ব্যাপারে আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতকে ভ্যাকসিনের ডোজ দেওয়া নিয়ে কোনও তথ্য নেই।  


অন্য দেশ থেকে করোনা টিকা ক্রয়ের ব্যাপারে কী জানিয়েছে বিদেশমন্ত্রক?


 


বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিকে আমেরিকা সহ অন্য দেশ থেকে টিকা কেনার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবে তিনি বলেছেন, আমেরিকা অন্য দেশগুলিকে করোনার কিছু টিকা দেওয়ার কথা জানিয়েছে বলে খবরে জেনেছি। কিন্তু এ ব্যাপারে আমাদের কাছে এখনও কোনও তথ্য নেই। 
সেইসঙ্গে তিনি বলেছেন, ভারত মার্কিন কোম্পানিগুলির সঙ্গে টিকা ক্রয় ও দেশে ওই টিকার উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করছে। তিনি বলেছেন, টিকা ক্রয় বা উৎপাদনের মাধ্যমে হাতে পেলে দেশে টিকার সরবরাহ সংক্রান্ত পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেছেন, বিদেশ থেকে যে টিকা ক্রয় হবে, তা আমাদের নিয়ন্ত্রক সংস্থার নীতিনির্দেশিকা অনুসারে হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, আমেরিকাও ইঙ্গিত দিয়েছে যে, তাদের পক্ষ থেকে অন্য দেশগুলিতে যে টিকা পাঠানো হবে, সেগুলি উৎপাদন সংক্রান্ত গুণমান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাপকাঠি অনুযায়ীই হবে। 



৪০ দেশ দিয়েছে ভারতকে সহযোগিতার বার্তা



বিদেশ সচিব বলেছেন যে, করোনা সংকট জনিত অভূতপূর্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী, উপসাগরীয় দেশ ও প্রতিবেশী সহ ৪০ দেশের পক্ষ থেকে সহযোগিতার কথা বলা হয়েছে। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংগলা বলেছিলেন যে, মহামারীর শুরুর সময় ভারত বিশ্বের বিভিন্ন দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল সহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের জোগান দিয়েছিল। এমনকি রেমডেসিভর ওষুধও দিয়েছিল ভারত। এখন ভারতের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বিশ্বের অন্যান্য দেশগুলি।