কলকাতা: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার চেহারা বদলে গিয়েছে। তাঁর এখন মুখভর্তি দাড়ি। দেখে চট করে চেনার উপায় নেই। ওমরের এই ছবি ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘এই ছবি দেখে আমি ওমরকে চিনতে পারিনি। আমার খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের গণতান্ত্রিক দেশে এটা ঘটছে। কবে এর শেষ হবে?’




গত বছরের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতা, সমাজকর্মী, আইনজীবী, ব্যবসায়ীকে আটক করা হয়। ওমর ছাড়াও আটক করা হয় তাঁর বাবা ফারুক আবদুল্লা, অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। উপত্যকায় মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা ফের চালু হলেও, এখনও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সচিব অ্যালিস ওয়েলশ জম্মু ও কাশ্মীরে বিনা বিচারে আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি কয়েকদিন আগেই ভারত সফরে এসেছিলেন। কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদের সফরকে ভাল পদক্ষেপ বলে উল্লেখ করেও রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর সংক্রান্ত কিছু পদক্ষেপে আমি খুশি। কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা ফেরানো সহ কয়েকটি পদক্ষেপ সদর্থক। ভারত সরকারের কাছে আমার আর্জি, আমাদের কূটনীতিবিদদের নিয়মিত যেতে দেওয়া হোক এবং বিনা বিচারে আটকে রাখা রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হোক।’