ভাসাই: বিয়ের জন্য টাকা খরচ করার বদলে করোনা ভাইরাস কেয়ার সেন্টারে ৫০টি শয্যা দান করলেন মহারাষ্ট্রের ভাসাইয়ের এক নবদম্পতি। তাঁরা গত শনিবার স্থানীয় একটি গির্জায় বিয়ে করেন। এরপরেই তাঁরা সাতপালা গ্রামে করোনা কেয়ার সেন্টারে গিয়ে ৫০টি শয্যা দান করেন।
এই দম্পতির নাম এরিক লোবো ও মার্লিন টাসকানো। তাঁরা জানিয়েছেন, ‘দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকেই আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন, কমিউনিটি কিচেনের ব্যবস্থা করছিলাম। আমরা রাজস্ব বিভাগের পরিদর্শক ও মহকুমা শাসকের সঙ্গে কথা বলে কোভিড-১৯ কেয়ার সেন্টারে কী প্রয়োজন, সেটা জেনে নিই। এরপরেই আমরা বিয়েতে টাকা খরচ করার বদলে কোভিড কেয়ার সেন্টারে দান করার সিদ্ধান্ত নিই। শয্যার পাশাপাশি আমরা অক্সিজেন সিলিন্ডারও দেব।’
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৩৬ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৬,২৮৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৭,৭০৬ জন। সারা দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। রোজই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় দৃষ্টান্ত স্থাপন করলেন নবদম্পতি।
বিয়েতে টাকা খরচ না করে কোভিড-১৯ কেয়ার সেন্টারে ৫০টি শয্যা দান করলেন মহারাষ্ট্রের নবদম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2020 05:06 PM (IST)
এই দম্পতির নাম এরিক লোবো ও মার্লিন টাসকানো। তাঁরা দৃষ্টান্ত স্থাপন করলেন।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -