কলকাতা: শুক্রবার যে পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। আর এদিনই স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গেল ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। একইদিনে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে গেল।


স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৪৪।


পশ্চিমবঙ্গে প্রথম করোনা সংক্রমণ সামনে আসার দিন থেকে আক্রান্তের সংখ্যা ৫ হাজারে পৌঁছতে লেগেছিল ৭৩ দিন। কিন্তু, এই সংখ্যাটা ৫ হাজার থেকে ১০ হাজারে পৌঁছতে লাগল মাত্র ১৩ দিন।


স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এই নিয়ে রাজ্যে মৃত্যু হল ৪৫১ জন করোনা আক্রান্তের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৬ জন।


সংক্রমণের নিরিখে গোটা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন।


স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ৩ লক্ষ ১৫ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।


ভ্রম সংশোধন: এর আগে, এই লেখার শিরোনামে বলা হয়েছিল, "...পরের পাঁচ হাজার সংক্রমণ মাত্র ৫ দিনে"। আদতে হবে  "...পরের পাঁচ হাজার সংক্রমণ মাত্র  ১৩ দিনে "। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য  আমরা ক্ষমাপ্রার্থী।