আমদাবাদ: কোভিড-১৯ ভাইরাসের সম্ভাব্য নিরাময় বের করতে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন অ্যান্টি-ভাইরাল ও অন্য ওষুধের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন গবেষকরা। এবার সেই গবেষণার অঙ্গ হিসেবে রেমডেসিভির সহ বিভিন্ন ওষুধের প্রয়োগমূলক পরীক্ষা শুরু হচ্ছে ভারতেও।
এই প্রয়োগমূলক পরীক্ষার নাম দেওয়া হয়েছে 'সলিডারিটি ট্রায়াল ফর কোভিড-১৯'। প্রধানত, হাসপাতালে চিকিৎসাধীন কোনও কোভিড রোগীর শরীরে এই নতুন ওষুধ প্রয়োগ করে তার প্রভাব নথিভুক্ত করে পর্যালোচনা ও গবেষণা করা হবে।
আপাতত, গুজরাতকে এই পরীক্ষা করার সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। রাজ্যের প্রধান সচিব (স্বাস্থ্য) জয়ন্তী রবি জানান, ট্রায়ালগুলি আমদাবাদের বি জে মেডিক্যাল কলেজ হাসপাতালে হবে।
তিনি জানান, প্রায় ১০০টির বেশি দেশে এই ট্রায়াল প্রক্রিয়া চালানো হবে। পরিচালনার দায়িত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) -এর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষার পরিচালনা করবে হু।
জয়ন্তী বলেন, এই ট্রায়ালে কোভিড-১৯ নিরোধক সম্ভাব্য ওষুধ যেমন -- রেমডেসিভির, লোপিনাভির, ইন্টারফেরন (বিটা ১ এ) এবং হাইড্রক্সিক্লোরোকুইন অথবা ক্লোরোকুইন প্রয়োগ করে তার প্রভাব নথিভুক্ত করা হবে।
তিনি জানান, এই পরীক্ষার অপর লক্ষ্য হল, ওষুধ প্রয়োগ করে কী করে ভেন্টিলেটরের ব্যবহার কমানো বা বিলম্বিত করা যায়। কিছুক্ষেত্রে, রোগীকে হয়ত ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজনও পড়বে না।
জানা গিয়েছে, এই হাসপাতাল ছাড়াও, কেন্দ্রীয় অনুমোদন পেলে রাজ্যের আরও কয়েকটি শহরের হাসপাতালে এই প্রক্রিয়া শুরু করা হবে। সেই তালিকায় রয়েছে আমদাবাদ, ভদোদরা, সুরাত ও রাজকোট।
প্রসঙ্গত, গতকালই গুজরাতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৩০০ পার করেছে। মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে গুজরাত।