তিনি প্রথম অভিযোগ ২০ এপ্রিল পেয়েছিলেন। তিনটি রাজ্যের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের টিম ফিল্ডে গিয়ে এই কিটগুলির পরীক্ষা ও তার গুণমান নির্ণয় করবে। আপাতত দুদিনের (ব্যবহার না করার) নির্দেশিকা দেওয়া হচ্ছে। যদি ব্যাচ অনুযায়ী সমস্যা থাকে, তাহলে প্রস্তুতকারী সংস্থাকে বলা হবে পাল্টে দেওয়ার জন্য।-