কলকাতা:  গত বছরের মতো এবারও ভক্ত ছাড়াই হবে ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রা। করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণেই এবারও ভক্ত ছাড়াই রথযাত্রা হবে। আগামী ১২ জুলাই পুরীর এই রথযাত্রায় ভক্তরা অংশগ্রহণ করতে পারবেন না। গত বছরের প্রক্রিয়া মেনেই হবে এবার  রথযাত্রাও। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই রথ টানতে পারবেন পুজারীরা।একইভাবে সমস্ত করোনা বিধি মেনে ভক্ত সমাগম ছাড়াই হবে উল্টোরথও।


জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে এই ঘোষণা করে স্পেশ্যাল রিলিফ কমিশনার (এসআরসি) পিকে জেনা বলেছেন যে, জগন্নাথ দেবের এই বাৎসরিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে। তিনি জানিয়েছেন, গত বছর যে নিয়ন্ত্রণ জারি হয়েছিল, এবারও তা বহাল থাকছে।  জেনা আরও বলেছেন, রথযাত্রার ৪৮ ঘণ্টা  আগে যে সমস্ত সেবায়েতদের করোনা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ থাকবে বা যাঁদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। 
জেনা জানিয়েছেন.রথও টানবেন সেই সেবায়েতরাই, যাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ বা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে। সমস্ত কোভিড বিধি মেনেই তাঁরা রথযাত্রায় অংশগ্রহণ করবেন। রথযাত্রার সময় পাহান্ডি সহ সমস্ত অনুষ্ঠানের সময়ই সেবায়েতদের যতদূর সম্ভব কোভিড বিধি মেনে চলতে হবে। 


এসআরসি আরও বলেছেন, রথযাত্রার সময় পুরীতে কার্ফু জারি থাকবে এবং শহরের সমস্ত প্রবেশ পথ সিল করে দেওয়া হবে। রথযাত্রার সরাসরি টেলি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলিকে সরবরাহ করবে তথ্য ও জনসংযোগ বিভাগ। তিনি আরও বলেছেন, রাজ্যের অন্যান্য মন্দিরেও কোনও উৎসব ছাড়া রথযাত্রার আয়োজন করা যাবে। 
উল্লেখ্য, গত বছরের ২২ জুন সুপ্রিম কোর্ট ১৮ জুনের নির্দেশ সংশোধন করে জানিয়েছিল যে, নির্দিষ্ট নিয়ম মেনে রথথাত্রার আয়োজন করতে হবে। ওই শর্তগুলির মধ্যে ছিল, ভক্ত সমাগত হতে দেওয়া যাবে না। কোভিড ১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে শহরে কার্ফু জারি করতে হবে। এ বছরও সেই শর্ত মেনেই রথযাত্রা অনুষ্ঠিত হবে।