পুরী: ২১ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিনের (COVID-19 Vaccine) ডাবল ডোজ সার্টিফিকেট ছাড়াই প্রবেশ করা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple)। এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের (Shree Jagannath Temple Administration) প্রধান কৃষাণ কুমার জানিয়েছেন, ওড়িশায় (Odisha) করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া দেশের বেশিরভাগ নাগরিকেরই করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সপ্তাহ থেকে আর মন্দিরে প্রবেশ করার জন্য করোনার ভ্যাকসিনের ডাবল ডোজ সার্টিফিকেট দেখাতে হবে না।





ওড়িশা রাজ্য প্রশাসন অবশ্য সব পুণ্যার্থীকেই ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে তবে পুরীর মন্দিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া মাস্ক পরে থাকা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছে ওড়িশা প্রশাসন। মন্দির চত্বর স্যানিটাইজ করার জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে। 


শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পুরী যাওয়ার কথা। সেই কারণে শনিবার বিকেল চারটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


পুরীর জগন্নাথ মন্দির ছাড়াও গৌড়ীয় মঠে যাবেন রাষ্ট্রপতি। ২০ ফেব্রুয়ারি গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ। তাঁর জন্মভিটেয় গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে তিন বছর ধরে চলবে উৎসব।


১৯ ফেব্রুয়ারি পুরীতে নগরকীর্তন দিয়ে শুরু হবে উৎসব। পরের দিন পুরীতে বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতার জন্মভিটেয় গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। ওইদিন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বই প্রকাশ হবে। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর নামে রাস্তার নাম, আদর্শ গ্রাম তৈরির পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মঠ ও মিশন। ৩ বছর ধরে দেশ ও বিশ্বের নানা দেশে জন্ম সার্ধশতবর্ষ উৎসব উদযাপন চলবে। কলকাতায় হবে সমাপ্তি অনুষ্ঠান।


গৌড়ীয় মঠ ও মিশনের প্রেসিডেন্ট ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি প্রভুপাদের জন্মভিটেয় থাকবেন ১০ মিনিট। তিনি গুন্ডিচা মন্দিরেও যাবেন।’