নয়াদিল্লি: এবার ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিল কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি। হায়দরাবাদের ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (ডিজিসিআই)-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক।
এর পরিপ্রেক্ষিতে ২- ১৮ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র সংক্রান্ত সুপারিশ এক্সপার্ট কমিটি ডিসিজিআই-এর কাছে পাঠিয়েছে। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার জন্য ছাড়পত্র দিল এক্সপার্ট কমিটি।
সাবজেক্ট এক্সপার্ট কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তারিত পর্যালোচনার পর কমিটি ২ থেকে ১৮ বছর বয়সের শিশু ও কিশোরদের জন্য আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য কমিটি ওই ভ্যাকসিনের ছাড়পত্রের অনুমোদন সংক্রান্ত সুপারিশ করেছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রোগ প্রতিরোধ সিস্টেম এই ভ্যাকসিন গড়ে তুলবে এবং পরীক্ষায় এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনা অতিমারীর কারণে শিশু ও কিশোররা দীর্ঘদিন স্কুলে যেতে পারছে না। এক্ষেত্রে অনলাইন ক্লাসই ভরসা। আর এরফলে তাদের চোখের ওপর চাপ সহ নানাবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে। আর এক্সপার্ট কমিটির সুপারিশে শিশুদের করোনা টিকাকরণের পথ প্রশ্বস্ত হল।
ভারতে তৈরি এই ভ্যাকসিন দুটি ডোজে প্রয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান ২০ দিনের।
এর আগে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের জন্য আমেরিকার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র চেয়েছিল। ছাড়পত্র পেলে আমেরিকার প্রায় ২.৮০ কোটি শিশুর করোনার বিরুদ্ধে সুরক্ষা কবচ পাবে। ফাইজার জানিয়েছে, তাদের পক্ষ থেকে এফডিএ-কে তাদের পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...