নয়াদিল্লি: সুস্থ হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। এমনই জানাল এইমস। এক বিবৃতিতে এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ‘তিন-চারদিন ধরে শরীরে ব্যথা ও ক্লান্তি থাকায় হাসপাতালে ভর্তি করতে হয় অমিত শাহকে। তাঁকে প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাঁকে ছেড়ে দেওয়া হবে।’

২ অগাস্ট করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বয়স ৫৫ বছর। তিনি ডায়াবেটিসে আক্রান্ত। প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে। ১৪ অগাস্ট তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর ১৮ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় এইমসে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর পাশাপাশি কাজও চালিয়ে যাচ্ছেন অমিত শাহ। এবার সুস্থ হয়ে ছাড়া পাচ্ছেন তিনি।