এবার অ্যামাজনের বিধ্বংসী আগুন নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের মহাতারকা টুইট করেছেন, 'গোটা বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেনের জোগান দেয় অ্যামাজনের রেনফরেস্ট আর সেটা গত তিন সপ্তাহ ধরে জ্বলছে। আমাদের দায়িত্ব পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করা। অ্যামাজনের জন্য প্রার্থনা করছি।' রোনাল্ডোর সেই টুইটের উল্লেখ করে অ্যামাজনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় বরিস বেকারও।
ইতিমধ্যেই ব্রাজিলের রোন্ডানিয়া, অ্যামাজোনাস, পারা, মাতো গ্রোসোর আংশিক অংশ আগুন গ্রাস করেছে। অ্যামাজনের রেনফরেস্টে অগ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা। কিন্তু এ ভাবে সর্বগ্রাসী রূপ নিয়ে আগুন আগে কখনও ছড়ায়নি। আইএনপিই'র সমীক্ষা বলছে, গত বছর এই সময় পর্যন্ত তুলনা করলে, অ্যামাজনে অগ্নিকাণ্ড ৮৩% বেড়েছে। বিশেষজ্ঞদের মতে তার একটা কারণ, অপর্যাপ্ত বৃষ্টি।