নয়াদিল্লি: লাদাখে আসল নিয়ন্ত্রণ রেখায় বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রালে (এলএসি) চিনের সঙ্গে ভারতের চলতি সংঘাতের প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মীরের সোপোরে ভারতীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ১৭৭ ব্যাটালিয়নের জওয়ানরা যাবতীয় চিনা পণ্য বয়কটের অঙ্গীকার করলেন। বাহিনীর জনৈক মুখপাত্রের কথায়, এটা ওঁদের ‘আবেগের বহিঃপ্রকাশ’। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁদের খাদ্যসামগ্রী, ইলেকট্রনিক গ্যাজেট, যোগাযোগের সরঞ্জামের মতো ‘মেড ইন চায়না’ সামগ্রী বয়কটের শপথ নিতে দেখা যাচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
দুনিয়ায় প্রথম চিন থেকে নোভেল করোনাভাইরাস অতিমারী ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহল চিনের ভূমিকায় ক্ষুব্ধ। চিন মারণ ভাইরাসের কথা গোপন করে গিয়েছে বলে অভিযোগ। ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ও রোলেক্স অ্যাওয়ার্ড জয়ী প্রখ্যাত উদ্ভাবক সোনাম ওয়াংচুক জনসাধারণকে চিনের তৈরি সব পণ্য বয়কটের ডাক দেন সম্প্রতি। গত সপ্তাহেই লেহ থেকে প্রকাশ করা ভিডিও বার্তায় ওয়াংচুক এক সপ্তাহের মধ্যেই নিজে চিনা মোবাইল ফোন ছাড়ার কথা ঘোষণা করেন, এও জানিয়ে দেন, এক বছরের মধ্যে জীবন থেকে চিনে তৈরি যা কিছু, বর্জন করবেন। অনেকে তাঁর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে চিনা পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রীনগরে সিআরপিএফের মুখপাত্র পঙ্কজ সিংহ বলেছেন, এলএসি-র বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা বাহিনীর একটি ইউনিটের নিজস্ব সিদ্ধান্ত। কোনও দেশের পণ্য বয়কট করাই নীতি নয় সিআরপিএফের। তবে সিআরপিএফ এই ইস্যুতে ভারত সরকারের ঘোষিত অবস্থান মেনেই চলবে এবং স্বদেশীতে বিশ্বাস করে, তার প্রসার ঘটাতে চায়।
প্রসঙ্গত, কেন্দ্র ২০১৪-র ২৫ সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সূচনা করে। দেশীয় অর্থনীতির ২৫টি সেক্টরে ভারতেই পণ্য তৈরি করতে কোম্পানিগুলিকে এগিয়ে আসার ডাক দেওয়া হয়, এই লক্ষ্যে বিনিয়োগ করতে বলা হয়।
লাদাখে সীমান্ত-সংঘাত: সব চিনা পণ্য বয়কট, শপথ কাশ্মীরের সিআরপিএফ ইউনিটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2020 01:05 PM (IST)
দুনিয়ায় প্রথম চিন থেকে নোভেল করোনাভাইরাস অতিমারী ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহল চিনের ভূমিকায় ক্ষুব্ধ। চিন মারণ ভাইরাসের কথা গোপন করে গিয়েছে বলে অভিযোগ। ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ও রোলেক্স অ্যাওয়ার্ড জয়ী প্রখ্যাত উদ্ভাবক সোনাম ওয়াংচুক জনসাধারণকে চিনের তৈরি সব পণ্য বয়কটের ডাক দেন সম্প্রতি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -