নবসারি: গুজরাতে ভজনের অনুষ্ঠানে মঞ্চে উঠে এক লোকসঙ্গীতশিল্পীকে লক্ষ্য নোট ছড়ালেন করলেন কয়েকজন ব্যক্তি। ভারতীয় নোটের পাশাপাশি মার্কিন ডলারও ছড়ানো হয়। এই অনুষ্ঠানের আয়োজকদের দাবি, দানের উদ্দেশ্যেই নোট ছড়ানো হয়। গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য এই টাকা খরচ করা হবে। মঞ্চে যে নোট ছড়ানো হয়, সেগুলি সবমিলিয়ে আট থেকে ১০ লক্ষ টাকা হয়েছে।


যে শিল্পীকে লক্ষ্য করে নোট ছড়ানো হয়, তাঁর নাম গীতা রাবাড়ি। তিনি জানিয়েছেন, ‘১০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের নোট ছড়ানো হয়। মার্কিন ডলারও ছড়ানো হয়। গরিব পরিবারের বাচ্চাদের পড়াশোনা ও মন্দির রক্ষণাবেক্ষণের কাজে এই টাকা খরচ করা হবে। এটা গুজরাতের ঐতিহ্য।’

আয়োজকদের পক্ষ থেকে বিজয় বাপু জানিয়েছেন, ‘আমরা যে টাকা পেয়েছি, তা গোশালা চালানো, গরিব পরিবারের বাচ্চাদের পড়াশোনা, গরিব পরিবারের মেয়েদের বিয়ে এবং ভগবতী ধাম রক্ষণাবেক্ষণের কাজে খরচ করা হবে।’