লখনউ: গভীর রাতে শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার কুকুরের তাড়া খেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ায় চোর সন্দেহে এক দলিত যুবককে মারধর করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। এই নৃশংস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার রাঘোপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে।

বারাবাঁকির পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, নিহত যুবকের নাম সুজিৎ কুমার (২৮)। তিনি শুক্রবার রাত দুটো নাগাদ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সেই সময় তিনি রাস্তার কুকুরের তাড়া খেয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। সেই বাড়ির বাসিন্দারা সুজিৎকে চোর মনে করে মারধরের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সুজিৎকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল তাঁর মৃত্যু হয়।

লখনউয়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালের চিফ মেডিক্যাল সুপার আশুতোষ দুবে জানিয়েছেন, সুজিতের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর পা থেকে শরীরের অন্যান্য অংশেও সংক্রমণ ছড়িয়েছিল।