সিওনি (মধ্যপ্রদেশ): যৌন হেনস্থার মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল, তা মানতে নারাজ দলিত ছাত্রীকে কলেজ যাওয়ার সময় চুলের মুঠি ধরে টেনে নিয়ে পাথর মাথা ঠুকে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ২৩ বছরের মেয়েটি বাঁচেনি।
পুলিশ জানিয়েছে, ভোপাল থেকে প্রায় সাড়ে ৩০০ কিমি দূরে নেতাজি সুভাষচন্দ্র বসু সরকারি গার্লস কলেজে যাচ্ছিল মেয়েটি। অভিযুক্ত ৩৮ বছর বয়সি অনিল মিশ্র মোটরসাইকেল থেকে নেমে তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় রাস্তার ধারে, তারপর তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পড়ে থাকা বড় পাথরের চাঁইয়ে মাথা ঠুকে দেয়।
কোতোয়ালি থানার ইনচার্জ অরবিন্দ জৈন জানান, আশপাশের লোকজন ছুটে এসে মিশ্রকে ধরে কাবু করে ফেলে, মারাত্মক জখম, রক্তাক্ত অবস্থায় মেয়েটির মৃত্যু হয় রাস্তায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়।
মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্থার অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ার জন্যই মেয়েটির ওপর সে হামলা করে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেওনির শীর্ষ পুলিশকর্তা কে কে ভার্মা জানিয়েছেন, মিশ্র ও মেয়েটি, দুজনেই সিওনির একটি গ্রামের বাসিন্দা। তদন্ত চলছে।