পলাক্কড়: রাস্তা জুড়ে থিক থিকে মানুষের ভিড়। কেরলের পালাক্কড়ের সেই জনতার কর্তব্য ও দায়িত্ববোধ প্রশংসা আদায় করে নিল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মান্নারক্কাড পূরম উত্সবে একটা রাস্তায় অসংখ্য মানুষ নাচছিলেন। আর সেই উত্সবে সামিল লোকজন রাস্তার দুপাশে সরে গিয়ে একটি অ্যাম্বুলেন্সের জন্য পথ করে দিলেন। পুরোটাই হল মসৃণভাবে।





মান্নারক্কাড পূরম কেরলের অন্যতম প্রাচীন মন্দির উত্সব। মালায়ালাম ক্যালেন্ডারে কুম্ভম মাসে এই উত্সব পালন করা হয়। ইংরেজি ক্যালেন্ডারে সাধারণত তা মার্চ মাসে পড়ে। শ্রী অরাকুসিরিসি উদয়রকুন্নু ভাগবতীর প্রতি নিবেদিত এই উত্সব।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড় দুপাশে সরে গিয়ে রাস্তা করে দিচ্ছে। আর নির্বিঘ্নে বেরিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স।