চেন্নাই: একদা কর্ণাটক, তামিলনাড়ু, কেরলের ত্রাস চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি বিজেপি-তে যোগ দিলেন। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় এক অনুষ্ঠানে বিজেপি সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণের নেতৃত্বে পদ্মশিবিরে যোগ দেন বিদ্যা।
বিজেপি-তে যোগ দেওয়ার পর পেশায় আইনজীবী বিদ্যা জানিয়েছেন, ‘আমার বাবা জনগণের সেবাই করতে চাইতেন। তবে তিনি ভুল পথ বেছে নিয়েছিলেন। আমি জনগণ ও দেশের সেবা করার জন্যই বিজেপি-তে যোগ দিয়েছি। আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে গরিব মানুষের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিব মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আমি সেই প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’
বীরাপ্পনের বড় মেয়ে বিদ্যা। তিনি এর আগে বিয়ে করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। তাঁর পছন্দের পাত্রকে বিয়ে করা নিয়ে আপত্তি জানান মা মুথুলক্ষ্মী। শেষপর্যন্ত তামিলনাড়ু হাইকোর্টের হস্তক্ষেপে বিয়ের অনুমতি পান বিদ্যা।
বিজেপি-তে চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Feb 2020 01:00 PM (IST)
বীরাপ্পনের বড় মেয়ে বিদ্যা।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -