নয়াদিল্লি: ৬ বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করলেন হামিদ নিহাল আনসারি। আজ মা ফৌজিয়া আনসারিকে নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান পেশায় সফটঅ্যয়ার ইঞ্জিনিয়ার হামিদ। তিনি আবেগতাড়িত হয়ে পড়ে সুষমাকে বলেন, ‘দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনাকে অনেক ধন্যবাদ।’ জবাবে বিদেশমন্ত্রী বলেন, ‘আপনার যথেষ্ট সাহস আছে। আপনার দুঃখিত হওয়ার কোনও কারণ নেই।’ সুষমাকে জড়িয়ে ধরে ফৌজিয়া বলেন, ‘আমার ভারত মহান। আমার ম্যাডাম মহান।’



অনলাইনে পরিচয় হওয়া একটি মেয়ের সঙ্গে দেখা করতে ২০১২ সালে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান হামিদ। জাল নথি জোগাড় করে অনুপ্রবেশ এবং চরবৃত্তির অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তিন বছরের কারাদণ্ড হয়। ৬ বছর পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন হামিদ। তিনি ও তাঁর পরিবারের লোকজন বিদেশমন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন। হামিদের বাবা নিহাল আনসারি জানিয়েছেন, ‘এটা আমাদের কাছে নতুন ভোর।’