নয়াদিল্লি ; ‘আমি এমন প্রধানমন্ত্রী ছিলাম না যে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে ভয় পেত’- বুধবার নয়াদিল্লিতে নিজের বই প্রকাশের অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই বিদ্রূপ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রতিটি বিদেশযাত্রার পরে নিয়মিতভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতেন বলে দাবি করেন তিনি।


দশ বছরের ইউপিএ শাসন ও একজন অর্থনীতিবিদের জীবন নিয়ে তাঁর লেখা বই ‘চেঞ্জিং ইন্ডিয়া’। তিনি বলেন, তাঁকে একজন নীরব প্রধানমন্ত্রী বলা হত কিন্তু এই বইটি বেশ অর্থবহ হবে বলেই তাঁর বিশ্বাস।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন অধ্যক্ষ আই জি পটেল প্রধানমন্ত্রী পদ গ্রহনে অস্বীকার করার পর তিনিই ছিলেন ভারতের একজন আকস্মিক প্রধানমন্ত্রী ও আকস্মিক অর্থমন্ত্রী। কোনো সরকারই নরসিংহ রাও-এর সময়ের অর্থনীতির পথকে পরিবর্তন করতে পারবে না এমনটাই মনে করেন তিনি।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও সরকারের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো এবং তা সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পর্কের থেকে আলাদা। সেখানে কিছু মতভেদ হলেও দু’টি সংস্থারই উচিত সাদৃশ্য রক্ষা করে চলা। উর্জিত পটেলের ইস্তফা নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক ও অর্থমন্ত্রকের মধ্যে নিয়মকানুন নিয়ে ছোটোখাটো যে সমস্যা হয়েছিল, এদিন সেগুলি মিটিয়ে নেবার কথা বলেন তিনি।