হায়দরাবাদ: একজন বাবার জন্যে বিশাল গর্বের মুহূর্ত। সেখানে উপস্থিত সকলের জন্যে স্মরণীয়। তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির এক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে দেখা গেল এক ডেপুটি কমিশনার পদের পুলিশ আধিকারিক তাঁর মেয়েকে স্যালুট করছেন। কারণ, তাঁর মেয়ে পুলিশের এসপি পদে রয়েছেন, বাবার চেয়ে ওপরের র্যাঙ্কে। সেই দৃশ্য দেখে সকলেই অভিভূত। তবে সবচেয়ে বেশি খুশি মেয়ের বাবা। কারণ, তাঁর মেয়ে তাঁকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন। যেকোনও বাবা-মা সবসময়ই চান, সন্তানরা যেন তাঁদের ছাপিয়ে যান। মেয়েকে সেখানে দেখে গর্বিত বাবা স্যালুট করেন। ঘটনাটি হায়দরাবাদের।
সিএইচ.আর উমামহেশ্বর শর্মা, মালকাজগিরির ডিসিপি। তিনটি পুলিশ কমিশনারেট নিয়ে তৈরি হয়েছে রিশিকোন্ডার মালকাজগিরি। এরমধ্যে রয়েছে রাজধানী শহরও। এদিকে ওই পুলিশ আধিকারিকের মেয়ে সিন্ধু শর্মা, জগতিয়াল জেলার এসপি পদে রয়েছেন। অনুষ্ঠানে মেয়েকে দেখে আগে প্রটোকলের কথা মনে পড়েছে ওই আধিকারিকের। সেইজন্যেই নিজের মেয়ের পদকে স্যালুট করতে তিনি একমুহূর্ত সময় নষ্ট করেননি।
ওই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন উমামহেশ্বর। আগামী বছরই তাঁর অবসর। তার আগে নিজের মেয়েকে নিজের থেকে উচ্চপদে মেয়েকে দেখে গর্বে চোখে জল এসে গিয়েছে বাবার।
উমামহেশ্বরের একটি ছেলেও আছে। তিনি পেশায় আইনজীবী, জামাই আইএএস আধিকারিক।
গর্বের মুহূর্ত:এসপি মেয়েকে দেখে স্যালুট ডিসিপি বাবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2018 03:39 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -