আবীর দত্ত ও সৌভিক মজুমদার
কলকাতা: সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। ২৫ ফেব্রুয়ারির মধ্যে আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশের নির্দেশ। পাশাপাশি, জাতীয় মানবাধিকার কমিশনকেও রিপোর্টের কপি পাঠাতে নির্দেশ হাইকোর্টের। গতকাল সিঁথি থানায় জিজ্ঞাসাবাদের সময় মৃত্যু হয় ব্যবসায়ী রাজকুমার সাউয়ের। সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান এক আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিকে, সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ৩ পুলিশকর্মীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল পুলিশ। ২ এসআই-সহ ৩ পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, চোরাই কল কেনার অভিযোগে গতকাল সিঁথি থানার পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদ চলাকালীন অস্বাভাবিক মৃত্যু হয় ৫২ বছরের ওই ব্যবসায়ীর। পরিবারের অভিয়োগ, জিজ্ঞাসাবাদের সময় ইলেকট্রিক শক দিয়ে, পিটিয়ে মারা হয়েছে ওই ব্যবসায়ীকে। রাতে এনিয়ে সিঁথি থানায় তুলকালাম হয়। বিজেপি-তৃণমূল সংঘর্ষ বেধে যায়। আসল ঘটনা থেকে নজর ঘোরাতেই রাজনৈতিক রং লাগানো হচ্ছে বলে দাবি করেছে মৃতের পরিবার।
আজ এই ঘটনার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বাগবাজার ঘাটের কাছে জমায়েত বিজেপি কর্মীদের। কর্মসূচি শুরুর আগেই বাধা দেয় পুলিশ। এনিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে লঙ্কা গুঁড়ো মেশানো জল ছোঁড়েন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যু: ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের, বিজেপির থানা ঘেরাও ঘিরে ধুন্ধুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2020 07:48 PM (IST)
আজ এই ঘটনার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -