১১ ফেব্রুয়ারির সকাল বলল, দিল্লি ভরসা রেখেছে অরবিন্দের আপেই। ৭০টি আসনে ৬৩টি আসনে এগিয়ে তাঁর দল। দারুণ ফলাফলের পর কেজরিবাল দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘‘এই জয় মানুষের জয়। আপের কাজে ভরসা রেখেই ভোট দিয়েছেন সকলে।’’
ধন্যবাদ ভাষণে একবারের জন্যও বিজেপির নামও মুখে আনেননি কেজরী। বরং তৃতীয়বার আপকে বেছে নেওয়ার জন্য দিল্লির মানুষের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বলেছেন ‘‘যাঁরা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যাঁরা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাঁদের জয়।’’
ভোটের আগে হনুমানজিকে প্রণাম জানিয়েছিলেন কেজরিবাল। জিতেও বললেন হনুমানজির কথা। তিনি বলেন, দিল্লির মানুষের উপর হনুমানজির আশীর্বাদ রয়েছে। পরবর্তী পাঁচ বছরেও হনুমানজিই রাস্তা দেখাবেন। সারাদেশ যখন ভালবাসার সপ্তাহ উদযাপনে ব্যস্ত ঠিক তখনই তৃতীয়বার জয় পেলেন কেজরিবাল। দিল্লিবাসীর উদ্দেশ্যেই বললেন, ‘‘ আই লাভ ইউ’’