নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের জন্য আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরীবালকে অভিনন্দন জানালেন মডেল টাউনের বিজেপি প্রার্থী কপিল মিশ্র। তিনি বলেছেন, ‘দুর্দান্ত জয়ের জন্য আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরীবালকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিজেপি টানা পাঁচটি রাজ্যে হারল। তার মানে আমরা দিল্লির মানুষের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।’
আজকের ফল প্রসঙ্গে বিজেপি সাংসদ পরবেশ বর্মা বলেছেন, ‘আমি এই ফল মেনে নিচ্ছি। আমরা কঠোর পরিশ্রম করব এবং পরের ভোটে ভাল ফল করার চেষ্টা করব। এই ভোট যদি শিক্ষা ও উন্নয়নের ইস্যুতে হত, তাহলে শিক্ষামন্ত্রী মণীশ শিসোদিয়া পিছিয়ে থাকতেন না।’
দিল্লিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টি আসনের মধ্যে ৬৩টি আপ-এর দখলে। বিজেপি-র দখলে মাত্র সাতটি আসন। কংগ্রেস কোনও আসনেই এগিয়ে নেই। এবারের ভোটের প্রচারে অন্যতম ইস্যু ছিল শাহিনবাগ। সেখানেও জয় পেয়েছে আপ।
দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য আম আদমি পার্টি ও কেজরীবালকে অভিনন্দন জানালেন কপিল মিশ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2020 04:15 PM (IST)
দিল্লিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টি আসনের মধ্যে ৬৩টি আপ-এর দখলে।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -