বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু ইসিএলের এরিয়া সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2020 01:21 PM (IST)
CBI Officials are probing Coal Scam. | আজ সকাল থেকে রানিগঞ্জ, আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর সহ প্রায় ৩০টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা।
দুর্গাপুর: বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু ইসিএলের এরিয়া সিকিওরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। রানিগঞ্জের কুনুস্তরিয়া এলাকার দায়িত্বে ছিলেন তিনি। কয়লা পাচারকাণ্ডে রাজ্যে এবার বড়সড় অভিযানে নেমেছে সিবিআই। আজ সকাল থেকে রানিগঞ্জ, আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর সহ প্রায় ৩০টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। প্রায় আড়াইশো থেকে ৩০০ জন অফিসার তল্লাশিতে নেমেছেন। কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতে চলছে তল্লাশি। লালার অফিস এবং তাঁর সঙ্গীদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। পাশাপাশি, ইসিএলের চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও চলছে তল্লাশি। এই তল্লাশির অঙ্গ হিসেবে আজ দুর্গাপুরের কাছে কাজোড়া এলাকায় কয়লা খাদানে সিবিআই যায়। তল্লাশি চলে ২ ঘণ্টা ধরে। তোলা হয় ছবিও। কী করে এই খাদান থেকে কয়লা তোলা হয়, তা নিয়ে খোঁজখবর করে সিবিআই।