শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর জেলা বিকাশ পরিষদের ঐতিহাসিক ভোট।  প্রথম দফায় ৪৩ আসনে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে ২৫টি আসন কাশ্মীরে, ১৮টি জম্মুতে। প্রথম দফায় লড়াই করছেন ২৯৬ জন প্রার্থী। এঁদের মধ্যে আছেন ৮৯ জন মহিলা প্রার্থীও। কাশ্মীর থেকে প্রার্থী ১৭২ জন এবং জম্মু থেকে প্রার্থী ১২৪ জন। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে চলছে সরপঞ্চ নির্বাচন। জেলা বিকাশ পরিষদের ভোটগ্রহণ চলবে দুপুর দুটো পর্যন্ত। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই ভোটগ্রহণ করা হচ্ছে। যাঁরা ভোট দিতে যাচ্ছেন, তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলাও বেড়ে গিয়েছে। সেই কারণে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ।

এই নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই চলছে। পিপলস’স অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন (পিএজিডি), বিজেপি ও প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির আপনি পার্টির মধ্যে লড়াই। পিএজিডি-তে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি সহ বিভিন্ন দল। এই জোট আপনি পার্টিকে বিজেপি-র বি টিম হিসেবে দাবি করেছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

জম্মু ও কাশ্মীরে জেলা বিকাশ পরিষদের ১৪০টি করে আসনে ভোটগ্রহণ করা হবে। মোট আসন ২৮০টি। ভোটে লড়ছেন মোট ১,৪৭৫ জন প্রার্থী। জেলা বিকাশ পরিষদের ভোটের পাশাপাশি পঞ্চায়েতের ১২,১৫৩টি আসনেও ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১১,৮১৪টি আসন কাশ্মীর উপত্যকায় এবং ৩৩৯টি আসন জম্মুতে।