করোনা ভাইরাসের জেরে চিন থেকে মোবাইল ফোন তৈরির কাঁচামাল আমদানি বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে জিএসটি বাড়ায় সমস্যা হবে বলে মনে করছেন ফোন নির্মাতারা। তাঁরা কাঁচামালের উপর থেকে কর কমানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবি মানল না জিএসটি কাউন্সিল। এর ফলে জুন মাসে শেষ হতে চলা ত্রৈমাসিকে মোবাইল ফোন বিক্রি ৮ থেকে ১৫ শতাংশ কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিএসটি ১২ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৮ শতাংশ, দাম বাড়ছে মোবাইল ফোনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2020 06:35 PM (IST)
মোবাইল ফোনের বিক্রি কমতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: মোবাইল ফোনের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। আজ সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলে দাম বাড়তে চলেছে মোবাইল ফোনের। এতে সাধারণ মানুষের উপর বোঝা বাড়বে। মোবাইল ফোনের বিক্রি কমতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।