সম্প্রতি ইন্সটাগ্রামে রণবীর নিজের একটি ছবি দেন। সেই ছবিতে মন্তব্য করেই ফেলেন দীপিকা।

ছবিতে রণবীরকে একটি নীল কলারের শার্ট এবং ক্রিম রঙের ট্র্যাক প্যান্টে দেখা যায়। এই পোশাকে হ্যান্ডসম রণবীরকে দেখে দীপিকা বলেই ফেলেন, এত হট কেন লাগছ??? মন্তব্যের সঙ্গে একাধিক লাভ ইমোজি দিতেও ভোলেননি দীপিকা।
দীপিকার এই কমেন্টের জবাব দিতেও দেরি করেননি রণবীর। তিনি লেখেন অউর অব....
তবে এই প্রথম নয়। এর আগেও দীপিকা রণবীরের ছবিতে মন্তব্য করেছেন এবং পাল্টা জবাবও পেয়েছেন কয়েক মিনিটের মধ্যে।