নয়াদিল্লি: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ট্যাবলো বাতিল করে দিল প্রতিরক্ষামন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুই দফার বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর প্রস্তাব খতিয়ে দেখেছে বিশেষজ্ঞ কমিটি। দ্বিতীয়বারের বৈঠকের পর আর এই প্রস্তাবের বিষয়টি বিবেচনা করা হয়নি।’ ঠিক কী কারণে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা হল, সেটি অবশ্য জানানো হয়নি।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য ট্যাবলো ঠিক করা নিয়ে পাঁচবার বৈঠক হয়। এরপর ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ৬টি মন্ত্রকের ট্যাবলো বেছে নেওয়া হয়েছে। মোট ৫৬টি ট্যাবলোর প্রস্তাব জমা পড়েছিল। তার মধ্যে ৩২টি প্রস্তাব জমা দিয়েছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। ২৪টি প্রস্তাব এসেছিল বিভিন্ন মন্ত্রক ও বিভাগ থেকে। শিল্প, সংস্কৃতি, চিত্রকলা, স্থাপত্য, সঙ্গীত, ভাস্কর্য ও নৃত্যশিল্পীদের নিয়ে গঠিত কমিটি সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখে চূড়ান্ত ট্যাবলো বাছাই করেছেন।
কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, ‘এটা রাজ্যের মানুষের অপমান। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের কারণেই কেন্দ্রীয় সরকার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করে দিয়েছে।’
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2020 12:51 PM (IST)
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য ট্যাবলো ঠিক করা নিয়ে পাঁচবার বৈঠক হয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -