নয়াদিল্লি: একটি যৌথ পরিবারের ৩১ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ। আক্রান্তদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হাড় হিম করা এই বাস্তব চিত্র ধরা পড়ল দিল্লিতে।


খবরে প্রকাশ, উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরীর বাসিন্দা ওই যৌথ পরিবারের সকল সদস্যকে শনিবার নারেলার স্বেচ্ছা-আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক।


কী করে এমন ঘটল? জানা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ওই পরিবারের এক মহিলা গত ৮ তারিখ মারা যান। ১০ তারিখ মৃতার করোনা-পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে দেখা যায় মৃতা কোভিড-১৯ পজিটিভ ছিলেন। গত পরশু, মৃতার পরিবারের ২৬ সদস্যের নমুনা পরীক্ষা পজিটিভ এসেছে। বাকি পাঁচ সদস্যের রিপোর্ট পজিটিভ আসে শনিবার।


৩১ জনের মধ্যে অনেক শিশুও রয়েছে। তবে, উদ্বেগের বিষয় হল, পরিবারের কারও করোনার কোনও উপসর্গ ছিল না। যেখানে ওই পরিবার বসবাস করত, তাকে ১০ তারিখ কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে প্রশাসন। গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে।


এরমধ্যে, ওই পরিবারের সঙ্গে সাম্প্রতিককালে সংস্পর্শে এসেছেন এমন ৬৪ জনের খোঁজ মেলে। তাঁদেরও পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে আবার ৩১ জনের নমুনা পজিটিভ এসেছে। বাকি ৩৩ জন নেগেটিভ এসেছেন। ওই আধিকারিক জানান, কন্টেইনমেন্ট জোনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন মানুষ। এলাকায় ঢুকছেন, বেরোচ্ছেন। বাড়ির মধ্যে থাকা উচিত সকলের। কিন্তু, তা না করে বাইরে বেরোচ্ছেন। এতে ভাইরাস ছড়িয়ে পড়ছে।


প্রসঙ্গত, দিল্লিতে শনিবারই ৮টি নতুন কন্টেইনমেন্ট জোন যুক্ত করা হয়। বর্তমানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাড়াল ৭৬। এখনও পর্যন্ত, দিল্লিতে মোট ১৮৯৩ জন আক্রান্ত হয়েছেন।