নয়াদিল্লি: ফের বিতর্কে আম আদমি পার্টি (আপ)। দিল্লির শহরতলি কিরারি অঞ্চলে পুলিশের লাঠি কেড়ে নিয়ে সেটা দিয়ে শ্লীলতাহানিতে অভিযুক্ত এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন আপ বিধায়ক সৌরভ ঝা। সেই সময় পুলিশকর্মীরা দর্শকের ভূমিকায় ছিলেন। এই ঘটনার ভিডিও ভাইরাল। শ্লীলতাহানিতে অভিযুক্তকে মারধরের কথা স্বীকার করে নিয়েছেন আপ বিধায়ক।
গত ১৪ নভেম্বর বিকাশ নামে ওই যুবককে মারধর করেন সৌরভ। বিকাশের বিরুদ্ধে শ্লীলতাহানি ছাড়াও একাধিক অভিযোগ আছে। তার ভাইয়ের বিরুদ্ধেও দু’বছর আগে গণধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু আইনানুগ ব্যবস্থার বদলে আপ বিধায়ক কেন নিজের হাতে আইন তুলে নিলেন, সেই প্রশ্ন উঠেছে।
বিকাশের পরিবারের লোকজনের অভিযোগ, গণধর্ষণের মামলা মিটিয়ে দেওয়ার জন্য ২৫ লক্ষ্য টাকা দাবি করেন আপ বিধায়ক। সেই টাকা না দেওয়াতেই রেগে গিয়ে বিকাশকে মারধর করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে বিকাশের বাবাকেও মারধর করার অভিযোগ উঠেছে। সৌরভের অবশ্য দাবি, বিকাশ ও তার সঙ্গীদের কার্যকলাপে স্থানীয় লোকজন বিরক্ত হয়ে গিয়েছিলেন। সেই কারণেই তাকে মারধর করেছেন।
দিল্লিতে পুলিশের লাঠি কেড়ে শ্লীলতাহানিতে অভিযুক্ত ব্যক্তিকে বেধড়ক মার আপ বিধায়কের, ভিডিও ভাইরাল
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2018 02:03 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -