মুম্বই: গণপিটুনিতে খুন হওয়ার আশঙ্কা করছেন পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী। কারণ, তাঁকে রাবণের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই কারণে তিনি দেশে ফিরতে পারবেন না। বিশেষ আদালতে এমনই দাবি করলেন তাঁর আইনজীবী বিজয় অগ্রবাল। যদিও এই দাবি খারিজ করে দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পাল্টা যুক্তি, নিরাপত্তার অভাববোধ করলে পুলিশে অভিযোগ দায়ের করা উচিত নীরবের। এই মামলার সঙ্গে গণপিটুনির কোনও সম্পর্ক নেই।


অর্থপাচার প্রতিরোধ আইনে নীরবকে পলাতক আর্থিক অপরাধী ঘোষণার আর্জি জানিয়েছে ইডি। এর বিরোধিতা করে নীরবের আইনজীবী বলেছেন, ‘সিবিআই ও ইডি-কে চিঠি দিয়ে নীরব জানিয়েছেন, সাধারণ মানুষ, পিএনবি জালিয়াতি মামলায় আটক ব্যক্তিদের পরিবারের লোকজন, জমির মালিক, ঋণদাতা এবং যে ক্রেতাদের গয়না নিয়ে নিয়েছে ইডি, তাঁরা মারধর করতে পারেন বলে ভয় পাচ্ছেন তিনি। ভারতে তাঁর ৫০ ফুট লম্বা কুশপুতুল পোড়ানো হয়েছে। তাঁকে রাবণের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই কারণে তিনি ভারতে ফিরতে পারবেন না। তিনি যখন দেশ ছাড়েন, তখন কোনও অভিযোগ দায়ের হয়নি। ইডি-র দাবি, তিনি সন্দেহজনকভাবে দেশ ছাড়েন। শুধু এ কথা বলে তাঁকে পলাতক ঘোষণা করা যায় না।’