নয়াদিল্লি: দিল্লি থেকে ৩০০ কিমি হেঁটে মধ্যপ্রদেশের মোরেনা জেলার একটি প্রত্যন্ত গ্রামে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করতে গিয়ে রাস্তাতেই পড়ে মৃত্যু হল এক যুবকের। তিনি দক্ষিণ দিল্লির তুঘলকাবাদের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। লকডাউনের জেরে সব বন্ধ হয়ে যাওয়ায় তিনি হেঁটেই বাড়ি ফিরবেন বলে ঠিক করেন। ২০০ কিমি হেঁটেও ফেলেন। কিন্তু শেষরক্ষা হল না। দিল্লি-আগরা হাইওয়েতে তাঁর মৃত্যু হয়েছে।


আগরা জেলার পুলিশ প্রধান বাবলু কুমার জানিয়েছেন, ‘মৃত যুবকের নাম রণবীর সিংহ (৩৮)। তাঁর সঙ্গে ছিলেন দুই ব্যক্তি। তাঁরা জানিয়েছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ রণবীর বলেন, তাঁর বুকে ব্যথা হচ্ছে। এরপরেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। দেহ পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।’

লকডাউনের জেরে বাস-ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন ভিনরাজ্য থেকে আসা শ্রমিক ও কর্মীরা। তাঁদের মধ্যে অনেকেই হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। একাধিক জায়গায় দুর্ঘটনায় এই ধরনের ব্যক্তিদের মৃত্যু হয়েছে। এবার পথেই মৃত্যু হল এক যুবকের।