ইসলামাবাদ: বিশ্বের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা করোনাভাইরাসের কবলে। চিনা ভাইরাস কাবু করেছে প্রিন্স চার্লসকেও। এরই মধ্যে আরও এক রাষ্ট্রনেতার করোনার খবর প্রচারিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। শনিবার সাত সকালে খবর ছড়ায়, এবার নাকি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই হু হু করে শেয়ার হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।
সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের সঙ্গে জুড়ে যায় ইমরানের নামও।
এছাড়াও অষ্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরও করোনা পজিটিভ ধরা পড়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারিরও করোনা হয়েছে বলে জানা গেছে।
এরই মধ্যে ইমরানের করোনা-গুঞ্জন!
স্বভাবতই এই খবরে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। কিন্তু, পাক সরকারের পক্ষ থেকে খবর ভুয়ো বলে জানানো হয়েছে। এই খবর টুইট করে জানান, পিটিআই সেনেটর ফয়সল জাভেদ খান।


এই টুইট সামনে আসার পরও গুঞ্জনে দাঁড়ি পড়েনি। বিভিন্ন সোশ্যাল সাইটে এখনও শেয়ার করা হচ্ছে ইমরানের করোনা-সংবাদ!
ইতিমধ্যেই পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। জরুরি পরিষেবা ছাড়া পাকিস্তানেও চলছে লকডাউন।