নয়াদিল্লি: যতদিন না করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ততদিন কোনওরকম শৈথিল্য দেখানো চলবে না। সংক্রমণ রোখার জন্য সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের গ্রামীণ অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.৭৫ লক্ষ বাড়ি তৈরি করে গরিব মানুষের মধ্যে বণ্টন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন, ‘যতদিন না ওষুধ পাওয়া যাচ্ছে, ততদিন ঢিলেমি চলবে না।’


ভারতে করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছে অন্তত সাতটি ওষুধ নির্মাতা সংস্থা। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সহযোগিতায় সারা দেশের ১২টি প্রতিষ্ঠানে ‘কোভ্যাক্সিন’-এর ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেক। ইতিমধ্যেই প্রাণীদেহে ‘কোভ্যাক্সিন’-এর প্রথম দফার ট্রায়াল সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার ফলও আশাপ্রদ। ফলে এই গবেষণা নিয়ে আশা তৈরি হয়েছে।

সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চালাচ্ছিল, সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ, এক ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ট্রায়াল বন্ধ করে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সেই কারণে ভারতেও ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭,৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ১,২০১ জনের। ফলে উদ্বেগ বাড়ছে। সবাই এখন ভ্যাকসিনের অপেক্ষায়।