নয়াদিল্লি: গত চার জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার অভিযোগে এফআইআর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ও আরও ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। ৫ জানুয়ারি এই এফআইআর নথিভুক্ত করে পুলিশ। জেএনইউ প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে বলা হয় যে, অভিযুক্তরা হিংসার লিপ্ত ছিলেন ,মহিলা রক্ষীদের ধাক্কা দেন এবং গালিগালাজ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মেশন (সিআইএস) অফিসের তালা খুললে চরম ফলের হুমকি দেন বলেও কর্তৃপক্ষের অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের অভিযোগ, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেন অভিযুক্তরা। তাঁরা সার্ভার ক্ষতিগ্রস্ত করেন এবং তা অকেজো করে দেন। তাঁরা ফাইবার অপটিক পাওয়ার সাপ্লাইও ক্ষতিগ্রস্ত করেন ও রুমের ভেতরের বায়োমেট্রিক সিস্টেমও ভেঙে দেন।
গত রবিবার সন্ধেয় ক্যাম্পাসে ঢুকে ঐশী সহ অন্যান্য পড়ুয়া ও শিক্ষকদের ওপর মুখোশ ঢাকা গুণ্ডাবাহিনীর হামলার আগের দিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ।
এদিকে, সরকারি সূত্রের খবর, রবিবারের হিংসার ঘটনার জড়িতদের চিহ্নিত করতে পুলিশ ভিডিও ফুটেজ ও মুখ চিহ্নিতকরণ পদ্ধতির সাহায্য নিচ্ছে পুলিশ।
হিন্দু রক্ষা দল নামে একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এই বিষয়টি নিয়েও তদন্ত করছে পুলিশ।
গত রবিবার লাঠি ও লোহার রড হাতে জেএনইউ ক্যাম্পাসে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। তারা পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালায়।এরপর প্রশাসন পুলিশ ডাকে এবং পুলিশ ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করে।
ঐশী সহ ৩৪ জন এই ঘটনায় জখম হন।
জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ও আরও ১৯ জনের বিরুদ্ধে এফআইআর পুলিশের
ABP Ananda web desk
Updated at:
07 Jan 2020 01:34 PM (IST)
গত চার জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার অভিযোগে এফআইআর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ও আরও ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। ৫ জানুয়ারি এই এফআইআর নথিভূক্ত করে পুলিশ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -