দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবির সমর্থনে ‘১০ লক্ষ লোকের চিঠি’ দিতে মোদীর সঙ্গে দেখা করতে চায় আপ
Web Desk, ABP Ananda | 12 Aug 2018 01:45 PM (IST)
নয়াদিল্লি: দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চায় আমআদমি পার্টি (আপ)। দিল্লির আপ সরকারের মন্ত্রী গোপাল রাই এ ব্যাপারে সময় চেয়েছেন। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাই লিখেছেন, তিনি তাঁর হাতে দিল্লিকে পৃথক রাজ্যের মর্যাদার দাবি সমর্থন করা ১০ লক্ষ লোকের চিঠি তুলে দিতে চান। আপ সূত্রের খবর, দিল্লি সরকারের শ্রমমন্ত্রী রাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে ১৭ আগস্ট দেখা করতে চেয়ে সময় প্রার্থনা করেছেন। হিন্দিতে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, দিল্লির মানুষ গত বেশ কয়েক দশক ধরে আলাদা রাজ্যের স্বীকৃতি চাইছেন। এজন্য ১০ লক্ষ মানুষ আপনাকে চিঠি লিখেছেন। আপের বক্তব্য, একাধিক ইস্যুতে দিল্লি সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের অফিসের মধ্যে যে সংঘাত চলছে, দিল্লি পূর্ণ রাজ্যের স্বীকৃতি পেলে তার অবসান হবে।