নয়াদিল্লি: ঠিকানা বদল? তার মানেই সমস্ত পরিচয়পত্র বদলের ঝক্কি। ভোটার থেকে আধার, সমস্ত পরিচয়পত্রে ঠিকানা বদল রীতিমতো ঝামেলার কাজ এমন ধারণা রয়েছে অনেকের মনেই। সঠিক আধার বা ভোটার সেন্টারের সন্ধান পেতেই হয়রান হতে হয় অনেককেই। তবে জানেন কী এবার বাড়িতে বসেই আপডেট করা যাবে আধার কার্ডের ঠিকানা। অনলাইনেই করা যাবে এই কাজ। জানেন কী করে? নীচে রইল পদ্ধতি-

  • প্রথমে  UIDAI-এর ওয়েবসাইটে ক্লিক করুন।  Aadhaar Self Service Update Portal 

  • নতুন ঠিকানার প্রমাণপত্র আপনার কাছে থাকতে হবে। এরপর ক্লিক করুন 'প্রসেস টু আপডেট অ্যাড্রেস'- এ।

  • যদি নতুন ঠিকানার প্রমানণপত্র না থাকে তবে 'রিকোয়েস্ট ফর অ্যাড্রেস ভ্যালিডেসান লেটার'-এ ক্লিক করুন।

  • ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ অঙ্কের ভার্চুয়াল নম্বরটি লিখুন।

  • নীচে দেওয়া ক্যাপচাটি দেখে নির্দিষ্ট স্থানে লিখুন।

  • এরপর 'সেন্ড ওটিপি'-তে ক্লিক করুন। এর ফলে আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে।

  • এই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডই ঠিকানা বদলাবার ক্ষেত্রে কাজে লাগবে।

  • এরপর লগ ইন -এ যান।

  • এরপর আপনার কাছে ২টি অপশন আসবে। 'আপডেট অ্যাড্রেস ভায়া আধার প্রুফ' অথবা 'আপডেট অ্যাড্রেস ভায়া সিক্রেট কোড'।

  • প্রয়োজনীয় তথ্য আপডেট করে দিন।

  • নতুন ঠিকানার প্রমাণপত্রের  রঙিন কপি স্ক্যান করে আপডেট করে দিতে হবে।

  • এরপর ইউআর এন বা 'আপডেট রিকোয়েস্ট নম্বর'-টি লিখতে হবে। এরপরেই আপনি ট্র্যাক করতে পারবেন আপনার আধার আপডেট।